নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে টোকিও শহীদ মিনার প্রাঙ্গণে জাপান প্রবাসীদের মানব বন্ধন। প্রচন্ড রোদকে উপেক্ষা করে জাপানে বসবাসরত ছাত্ররা অবস্হান কর্মসুচি পালন করে । সে সময় প্রবাসীরা
“We want Justice” শ্লোগানে উত্তাল করে তোলে টোকিও শহীদ মিনার।
ছাত্রদের উপর হামলা বন্ধ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে জাপান প্রবাসীরা। সকাল ১১টা ৫ আগস্ট ২০১৮ টোকিও ইকেবুকুর নিশি গুচি কোয়েনে এই শান্তিপূর্ণ অবস্খান নেয় প্রবাসীরা যা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। জাপান প্রবাসীদের এই প্রতিকি অবস্খান ও শ্লোগান জাপান সরকার ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের নজরে দেওয়া হয়েছে বলে জানান তারা। মিডিয়াকে নিউজ না করতে দেওয়া, ছাত্রলীগ বা সন্ত্রাসীদের দিয়ে শিশু কিশোরদের উপর হামলার তিব্র নিন্দা জানান সকলে।
ছাত্রদের উপর হামলা বন্ধ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে জাপান প্রবাসীরা। সকাল ১১টা ৫ আগস্ট ২০১৮ টোকিও ইকেবুকুর নিশি গুচি কোয়েনে এই শান্তিপূর্ণ অবস্খান নেয় প্রবাসীরা যা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। জাপান প্রবাসীদের এই প্রতিকি অবস্খান ও শ্লোগান জাপান সরকার ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের নজরে দেওয়া হয়েছে বলে জানান তারা। মিডিয়াকে নিউজ না করতে দেওয়া, ছাত্রলীগ বা সন্ত্রাসীদের দিয়ে শিশু কিশোরদের উপর হামলার তিব্র নিন্দা জানান সকলে।
ছবি এবং তথ্যঃ শওকত হোসেন এবং হেলাল, টিভি রিপোর্ট ঃ গোলাম মাসুম জিকো (বাংলা টিভি)