Breaking News

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল জাপান শাখার কর্মশালার উদ্ভোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দল জাপান শাখার উদ্যোগ সেচ্ছাসেবক দলের কর্মশালার উদ্বোধন করা হয়েছে ২০আগস্ট, রোববার ২০১৭। জাপানের রাজধানী টোকিও এর কিতা-কু শহরের হিগাশিজুজ কাইকান নামক মিলনায়তনে এই কর্মশালার উদ্ভোধনী ঘোষনা দেন জাতীয় স্বেচ্ছাসেবক দল জাপান শাখার সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান জনি। জাপান সমাজের অতি প্রিয়মুখ এবং দীর্ঘ দিন যাবৎ তথ্যপ্রযুক্তিতি পেশায় কর্মরত ইঞ্জিনিয়র মো: মোস্তাফিজুর রহমান জনির এই উদ্যগ প্রশংসনীয় এবং মেধা ও দক্ষতার পরিচয় বাহক বলে আভিহিত করেছে জাপান বিএনপির নেতা কর্মীরা। আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক রাজনৈতিক চর্চা ও জাতীয়বাদী আদর্শ চেতনা নিয়ে তৈরি এই কর্মশালা ৭টি পর্বে পরিচালিত হবে। উক্ত কর্মশালার কর্মসূচী সফল করা সহ বাংলাদেশ ও প্রবাসে জাতিয়তাবাদী চেতনা সমুন্নত করতে এই ধরনের কর্মশালা বিশেষ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে জনি।

তরুন প্রজন্মকে জাতীয়বাদী চেতনা ও আদর্শে দেশের সেবা করার উদ্দ্যশে উদ্ভুদ্দ করা সেচ্ছাসেবক দলের এই কর্মশালার মূল লক্ষ বলে নিহনবাংলাডটকমকে জানান জনি। কর্মশালা কর্মসূচী সফল করার জন্য সকল জাতীয়তাবাদী নেতা কর্মী সহ জাপান প্রবাসী সমমনাদের প্রতি সহযোগিতার আহ্বান জানান এই তরুণ নেতা। সেসময় জাপান বিএনপির উপদেষ্টা কাজী এনামুল হক, সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতারা বক্তব্য রাখে এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

20953711_1985915894959979_4526365250522256926_n (1)

 

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *