ওরা আঠারো

ওরা আঠারো

তোমরাই আমাদের আশা আকাঙ্খা
তোমরাই পারবে বেশ
তোমরাই আমাদের শেষ ভরসা
তোমরাই বাংলাদেশ

অসহায় জাতিকে তোমরা এবার
পথ দেখাবে সঠিক পথে
নিপিড়ন আর নির্যাতন
বন্ধ হোক ভিন্ন মতে

সকল ধর্ম বর্ণ জাতির
এক মাতা এই বাংলাদেশ
সম্প্রীতি অটুট রেখে
এগিয়ে যাও অনিমেষ

আশার আলো জ্বালছে তারা
দেখছে পুরো জাতি
প্রশাসন আর সন্ত্রাসীদের
জ্বালছে মগজে বাতি

পরিবর্তনের এই স্রোতে
সকল জরা যাক ভেসে
আকাল ঘুচে নতুন সকাল
আসবে বাংলাদেশে

নবীন এগিয়ে এসেছে এবার
প্রবীণের সময় শেষ
তোমরাই পারবে গড়তে এবার
সোনার বাংলাদেশ।

মো: নাজিম উদ্দীন
৪/৮/২০১৮
টোকিও, জাপান।

About S Chowdhury

Check Also

প্রতিবাদলিপি

২০২১.১০.২৩প্রতিবাদলিপি প্রতিবাদলিপিদেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের বাংলাদেশে সংঘটিত ধারাবাহিক সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *