Home / কবিতা / ওরা আঠারো

ওরা আঠারো

nazim.jpg

ওরা আঠারো

তোমরাই আমাদের আশা আকাঙ্খা
তোমরাই পারবে বেশ
তোমরাই আমাদের শেষ ভরসা
তোমরাই বাংলাদেশ

অসহায় জাতিকে তোমরা এবার
পথ দেখাবে সঠিক পথে
নিপিড়ন আর নির্যাতন
বন্ধ হোক ভিন্ন মতে

সকল ধর্ম বর্ণ জাতির
এক মাতা এই বাংলাদেশ
সম্প্রীতি অটুট রেখে
এগিয়ে যাও অনিমেষ

আশার আলো জ্বালছে তারা
দেখছে পুরো জাতি
প্রশাসন আর সন্ত্রাসীদের
জ্বালছে মগজে বাতি

পরিবর্তনের এই স্রোতে
সকল জরা যাক ভেসে
আকাল ঘুচে নতুন সকাল
আসবে বাংলাদেশে

নবীন এগিয়ে এসেছে এবার
প্রবীণের সময় শেষ
তোমরাই পারবে গড়তে এবার
সোনার বাংলাদেশ।

মো: নাজিম উদ্দীন
৪/৮/২০১৮
টোকিও, জাপান।

About Golam Masum

Check Also

আগামী সপ্তাহে জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির সম্ভাবনা

ডেস্ক রিপোর্টবাণিজ্য নিয়ে সমঝোতায় পৌঁছানোর পর জাপান ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করবে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *