আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় একটি মিনিবাসের বেশ কয়েকজন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আফগানিস্তানের রাজধানী কাবুলে নেপালি নিরাপত্তা ঠিকাদারদের বহনকারী একটি মিনিবাসে তালেবানের এক জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। সোমবার সকালে শহরের বানায়ে এলাকায় চালানো এ হামলায় মিনিবাসটির আরো আট যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কাবুলের রয়টার্সের প্রতিনিধি জানিয়েছেন, নিহত বলে মনে হওয়া কয়েকজন ব্যক্তি ও আহত অন্ততপক্ষে দুজনকে বাসটি থেকে নামাতে দেখেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ ও জরুরি বিভাগের অনেক গাড়ি ভিড় করে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি ট্যুইটারে জানিয়েছেন, হামলায় ১৪ জন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।