প্রেসিডেন্ট জাইর বলসোনারোর নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সংকটের মধ্যে দেশটির সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধান একযোগে পদত্যাগ করেছেন। বিবিসি জানিয়েছে, সামরিক বাহিনীর ওপর বলসোনারোর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের প্রতিবাদে প্রতিরক্ষা প্রধানরা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করায় সোমবার (২৯ মার্চ) নিজের মন্ত্রিসভা নতুন করে সাজাতে বাধ্য হয়েছিলেন প্রেসিডেন্ট বলসোনারো। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণে মাত্র দুই বছরের মাথায় বোলসোনারের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
বলা হচ্ছে, ব্রাজিলের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্টের সঙ্গে দ্বি-মতের কারণে সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান একযোগে পদত্যাগ করলেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এডিসো লেয়াও পুঁজো, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ইয়ুকিস বারবোসা ও বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট বিগ্রেডিয়ার আন্তোনিও কার্লোস বেরমুজিস মঙ্গলবার (৩০ মার্চ) পদত্যাগ করেন।