শিল্পোন্নত গ্রুপ অব সেভেন দেশগুলোর নেতারা ইতালিতে তাদের শীর্ষ বৈঠকের উদ্বোধন করেছেন। ইতালির প্রধানমন্ত্রী পাওলো গেনটিলোনি দক্ষিণের দ্বীপ সিসিলিতে অবস্থিত তাওরমিনাতে অভ্যাগত নেতাদের সংবর্ধনা জানান। তিনি এ শীর্ষ বৈঠকে সভাপতিত্ব করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি প্রথম জি সেভেন শীর্ষ বৈঠক। বৃটেন, ফ্রান্স এবং ইতালির নেতারাও এতে নবাগত। এরপর এক ভোজ এবং কর্ম অধিবেশনের আলোচ্য বিষয় হবে পররাষ্ট্রনীতি, কূটনীতি এবং নিরাপত্তা।
নেতাদের সন্ত্রাস এবং উগ্র চরমপন্থার প্রতিরোধ, উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নের পাশাপাশি সিরিয়া এবং ইউক্রেন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।
দু’দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করবেন।