অভিষেকের পর নিজের প্রথম দুই টেস্টে রেকর্ড সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার নিউজিল্যান্ডের মাটিতে বোলিং করতে এসেই গড়লেন আরেকটি ইতিহাস। কিউইদের ইনিংসের প্রথম ওভারেই বোলিং আক্রমণে এসে রেকর্ড গড়লেন মিরাজ। শনিবার ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলে প্রথম ওভারেই মিরাজকে বোলিং আক্রমণে নিয়ে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। আর তাতেই নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়েন এই টাইগার স্পিনার। নিউজিল্যান্ডের মাটিতে দলের প্রথম ইনিংসে প্রথম ওভারেই এই প্রথম স্পিন আক্রমণ দেখলো ক্রিকেটবিশ্ব।
নিউজিল্যান্ডে এর আগে স্পিন দিয়ে শুরু হয়েছে সব মিলিয়েই মাত্র ৩ বার। দুবার ছিল তৃতীয় ইনিংসে, একবার চতুর্থ ইনিংসে। ১৯৫১ সালে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভার করেছিলেন ডেভিড কম্পটন। খাঁটি ব্যাটসম্যান হলেও পার্টটাইম স্পিন করতে পারতেন এই ইংলিশ গ্রেট। এরপর ১৯৯৫ সালে অকল্যান্ড টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম ওভার করেছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার ক্লাইভ এক্সটিন। মিরাজের আগে ইনিংসের প্রথম ওভার স্পিন দিয়ে করায় নিউজিল্যান্ডই। সেরা হ্যামিল্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ইনিংসে বোলিং ওপেন করেছিলেন সাবেক কিংবদিন্ত স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। শনিবার প্রথম ওভারে কোনো রান দেননি মিরাজ।