অনুষ্ঠিত হয়ে গেল জাপান প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে পুরনো সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। গত ৭ ই অক্টোবর রোববার টোকিওর তাকিনো গাওয়া অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠিত হয়। প্রতিবছর উত্তরণ এই আয়োজন করে থাকেন। উৎসব মুখর পরিবেশে প্রবাসীরা অনুষ্ঠান উপভোগ করতে আসেন দূরদুরান্ত থেকে। অনুস্টানে প্রধান অতিথি ছিলেন টোকিওস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত মি: হরিগুচি এবং এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি জনাব ইউশনারি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের ম্যানেজার শরাফুল ইসলাম। উত্তরণের লীডার মোহাম্মদ নাজিম উদ্দীনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। যা অডিটোরিয়মপূর্ন দর্শক দারুণভাবে উপভোগ করেন। ৩০ বছরের পুরনো এই সংগঠনটির বৈশিষ্ট ছিল উত্তরসূরিদের অভিষেক এবং মূলধারার বাংলা গান পরিবেশনা। এতে শব্দ এবং রিভিউর গান দর্শক মন জয় করে অনুষ্ঠান শেষে দর্শকরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন , গিটার বজিয়ে বহবা কুড়ায় ঈমন। আর দৃপ্তৱ অবৃত্তি ও ছিল শ্রুতি মধুর। এছাড়া সপুরিয়ার নৃত্য এবং দুই প্রজন্মের যুগল নৃত্য ছিল উল্লেখ করার মতো। উত্তরণ বিগত ৩০ বছর যাবত স্বদেশ বাদ্য যন্ত্র নিয়ে প্রতিনিধিত্ব করে মিশে গেছে প্রবাসীদের তৃণ মূলে। টোকিওর বাইরে অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশী প্রবাসীরা যোগদান করে মুখরিত করেছেন অনুষ্ঠানটিকে। এই উপলক্ষে একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ এ ছড়িয়ে থাকা উত্তরণ এর শীর্ষ বেক্তিদের স্মৃতি চারণ পত্রস্ত হয়।বরাবরের মতো গ্রুপ এর শিল্পীরা বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন। সংগীত পরিচালনার দ্বায়ীত্বে ছিলেন জেরম গোমেজ।
তানিয়া মিথুন
সাংবাদিক
আলোকচিত্র
আল মামুন সাংবাদিক