উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি জোরদার করার প্রেক্ষাপটে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা বলেছেন, তিনি অন্যান্য এশীয় মিত্রের সাথে এই বিষয়ে একমত হয়েছেন যে আলোচনা নয় বরং চাপ প্রয়োগই এখন উত্তর কোরিয়াকে মোকাবেলার জন্য বেশি দরকারি। সিঙ্গাপুরে সাংগ্রিলা নামক একটি আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সম্মেলন শেষে মিজ. ইনাদা সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন।
মিজ. ইনাদা গতকাল দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানদের সাথে একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন এবং আজ নিউজিল্যান্ড ও মালয়েশীয় প্রতিপক্ষের সাথেও পৃথকভাবে তার আলোচনা হয়। উত্তর কোরীয় হুমকির প্রসঙ্গ উল্লেখ করে মিজ. ইনাদা বলেন, তিনি চান আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।
জাপানের আত্মরক্ষা বাহিনীর ভাইস চিফ অব স্টাফ কাযুকি সুমিদাও ওই সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি চীনের একজন কূটনীতিবিদ এবং “একাডেমী অফ মিলিটারি সায়েন্স” এর ভাইস প্রেসিডেন্ট হে লাই এর সংগে সাক্ষাত করেন। মূলত, উত্তর কোরিয়া নিয়ে আলোচনা এবং জাপান ও চীনের প্রতিরক্ষা কর্তৃপক্ষের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার একটি পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা