উত্তর কোরিয়া থেকে মুক্তিপ্রাপ্ত আমেরিকার একজন শিক্ষার্থীর মৃত্যুর পর যুক্তরাষ্ট্র সরকার বলেছে, তারা উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগ বৃদ্ধি করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ওট্টো ওয়ার্মবিয়ারের ক্ষেত্রে যা ঘটেছে তা সম্পূর্ন লজ্জাজনক এবং এ ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেয়া উচিত হবে না। তিনি বলেন, ওয়ার্মবিয়ার আরও আগে দেশে ফিরতে পারলে এ ঘটনার ক্ষেত্রে বিরাট ভিন্নতর পরিস্থিতি পরিলক্ষিত হতে পারত।
মিঃ ট্রাম্প আভাস দিয়ে বলেন, উত্তর কোরিয়ার ওপর চীনের চাপ প্রয়োগ যথেষ্ট নয়। তিনি টুইট বার্তায় উত্তর কোরিয়া সম্পর্কে প্রেসিডেন্ট শি এবং চীনের প্রতি ব্যাপক প্রশংসা করলেও এ পদক্ষেপ কাজ করছে না বলে উল্লেখ করেন। ওয়ার্মবিয়ার অচেতন অবস্থায় যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গত সোমবার মারা যান। গত বছর জানুয়ারি মাস থেকে তিনি উত্তর কোরিয়ায় আটক ছিলেন। ওয়ার্মবিয়ারের মৃত্যুর কারণে যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সমালোচনা বৃদ্ধি পেয়েছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা