শাহ মামুনুর রহমান তুহিন // গত ২০১৬ সালে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারীতে ঘটে যাওয়া বাংলাদেশের ভয়াবহ তম দুর্ঘটনায় দেশেবিদেশে বসবাসরত সকল বাংলাদেশীদের সাথে আমিও অত্যন্ত মর্মাহত, হতবাক এবং শংকিত বোধ করেছিলাম। এ দুর্ঘটনায় যে সমস্ত নাম গুলি এসেছে বা আসছে তাদের এবং তাদের সামজিক, পারিবারিক, পড়াশুনার পরিবেশ এগুলি জানতে পেরে আরো শঙ্কিত বোধ করেছিলাম এই ভেবে যে এই জংগীদের যারা মাষ্টার মাইন্ড তারা কোন পর্যায়ে পৌছে গেছে? আজ একবার ভেবে দেখুন তো আমাদের খেটে খাওয়া মানুষগুলো যারা বিদেশে বসে অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছে, পরিবারের সুখ, শান্তি নিশ্চিত করেছে। তারা কি অবস্থায় আছে? সারা বিশ্বের কাছে আমাদের ভাবমুর্তি কোথায় গিয়ে দাড়িয়েছে? আমাদের দেশের সবথেকে বড় উন্নয়ন অংশীদার বা দাতা দেশ জাপান, ইতালী সহ সকল দাতা দেশ/বন্ধু দেশ গুলির কাছে আমাদের ভাবমুর্তি সংকট এবং তার ধারাবাহিকতায় যদি আমাদের উন্নয়ন/অনুদান, ব্যবসা, বানিজ্য, চাকুরী, পড়াশুনা বাধা গ্রস্থ হয়, তাহলে ভাবতে পারে্ন কি ভয়াবহ সংকটের দিকে ধাবিত হবো আমরা? এখনই সময় এসেছে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতে আসা প্রয়োজন। রাজনৈতিক ঐক্যমত সবার আগে প্রয়োজন। এধরনের সংকট সামরিক বা পুলিশি ব্যবস্থায় সমাধানের পাশাপাশি সামজিক ভাবেও অনেকখানি সমাধান করা সম্ভব। আজ থেকে আগামী ঈদ জামাত, প্রতিটি জুম্মার খুতবায়, সরকারী/বেসরকারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, রাজনৈতিক, সামাজিক সংগঠনের মাধ্যমে পাড়ায়, মহল্লায় সভা, সমিতি বা বিভিন্ন বৈঠকের মাধ্যমে, সামজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার প্রচারনা, দেশীয় এবং আন্তর্জাতিক ইসলামী স্কলার, বক্তাদের দিয়ে একই সঙ্গে প্রচার প্রচারনা চালাতে হবে, ইসলামের নামে যারা সন্ত্রাস করে বেড়ায়, তারা কোনভাবেই মুসলিম নয়, তারা কোনভাবেই শহীদ হতে পারে না। তারা শুধুমাত্র সন্ত্রাসী এবং এসবের মাধ্যমে তারা তাদের নিজেদের, পরিবারের, সমাজের, দেশের বিপদের কারন হচ্ছে। পরিবারের অভিভাবকদের উচিত হবে তাদের সন্তানরা কাদের সংগে মিশছে, এটা এখনই খোজ খবর নেয়া। আমি সকল কে অনুরোধ করছি আসুন আমাদের নিজেদের স্বার্থে, পরিবারের, সমাজের, দেশের স্বার্থে প্রত্যেকে প্রচারনা চালাই, সকলকে নিয়ে এর বিরুদ্ধে জনমত গড়ে তুলি, সামজিক ভাবে আমরা চাপ প্রয়োগ করি যাতে অতি দ্রুত আমরা কিছু বিষয়ে আমরা জাতীয় ঐক্যমতে পৌছাতে পারি এবং আমাদের সরকার যাতে এব্যাপারে অগ্রনী ভুমিকা পালন করে।
Check Also
কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে
জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …