স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ইতিহাসের সেরা দল তারা। অথচ সেই উরুগুয়েই কি না কোপার শতবর্ষী টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লো। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হলো লুইস সুয়ারেজহীন উরুগুয়ের। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ৩-১ গোলে হেরেছিল অস্কার তাভারেজের দল। উরুগুয়ের বিপক্ষে পাওয়া দারুণ জয়ের ফলে ‘সি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ভেনেজুয়েলা। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে পরাজিত করেছিল ভেনেজুয়েলা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দলের সেরা তারকা সুয়ারেজকে ছাড়া খেলতে নেমে মেক্সিকোর কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার ফলে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরে সেই শঙ্কাকে বাস্তবে রূপ দিল তাভারেজের দল।