আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। এ হামলায় কমপক্ষে ৮০ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছেন। খবর বিবিসি। কাবুলের ডেমাজাং চত্বরে শনিবার সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের কয়েক হাজার সদস্যের সমাবেশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পূর্ব আফগানিস্তানে আইএসের উপস্থিতি থাকলেও কাবুলে আগে কোনো হামলার দায় স্বীকার করেনি তারা। সংগঠনটির সঙ্গে জড়িত বার্তা সংস্থা আমাক জানায়, দুজন আইএস যোদ্ধা কাবুলে শিয়াদের বিক্ষোভ সমাবেশে নিজেদের বেল্টে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
আফগান গোয়েন্দা সূত্র জানায়, আবু আলি নামে আইএসের একজন অধিনায়ক নানগারহার প্রদেশ থেকে তিনজন জিহাদিকে কাবুলে পাঠিয়েছে হামলা চালানোর জন্য। এর মধ্যে একজন বিস্ফোরণ ঘটাতে সক্ষম হলেও দ্বিতীয়জন পারেননি, অন্য ব্যক্তি পুলিশের হাতে নিহত হন।
এ ঘটনায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।