গুপ্তহত্যাসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের গ্রেফতারে বাংলাদেশের আইন-শৃঙ্খলাবাহিনির চলমান সাঁড়াশি অভিযানের স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে বৃহস্পতিবার আমেরিকান সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে মধ্যে অংশীদারিত্ব সংলাপে মানবাধিকার বিষয়ে আলোচনা হবে। বার্ণিকাট বলেন, যুক্তরাষ্ট্রের মত বাংলাদেশের আইন শৃঙ্খালা বাহিনির কাজ করার বিধিসম্মত নিয়ম রয়েছে সে অনুযায়ীই তারা কাজ করবে বলে আমি আশা প্রকাশ করি। আগামী ২৩ ও ২৪ জুন এ সংলাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দিবেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।