জাপানের মন্ত্রীসভা চীনের ইস্পাত উৎপাদকদের অতিরিক্ত উৎপাদনের উপর আলোকপাত করা চলতি বছরের বাণিজ্য শ্বেতপত্র অনুমোদন করেছে। জাপানের বাণিজ্য মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে চীনের ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের নেয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সংঘাত বৃদ্ধি পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। চীনের কোম্পানিগুলো বিশেষ করে ২০১২ সাল থেকে শুরু করে কয়েক বছর ধরে বিশাল পরিমাণ ইস্পাত রপ্তানি করার কারণে বিশ্ব জুড়ে ইস্পাতের মূল্য পড়ে যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে চীনের ইস্পাত কারখানাগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের থেকে ধার করা তহবিল নিয়ে খুবই অতিরিক্ত পরিমাণ ইস্পাত উৎপাদন করছে। উল্লেখ করা হয়েছে যে চীনের বিভিন্ন কোম্পানি মার্কিন প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কিনে নিচ্ছে। গত বছর এরা ১৫২টি মার্কিন বাণিজ্য কিনে নেয়, যার অধিকাংশ হচ্ছে উচ্চ প্রযুক্তির কোম্পানি।
প্রতিবেদন বলছে সেমিকন্ডাক্টর নিয়েও একই সমস্যা দেখা দিতে পারে এবং বিশ্ব জুড়ে চিপ নির্মাতাদের উপর বিশাল প্রভাব ফেলবে।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …