Breaking News

জাতিসংঘে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ ভূমিকা: বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ

জাতিসংঘে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ভি লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে তার দেশের পক্ষ থেকে এ ধন্যবাদ জানান।

নিউইয়র্ক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভিসা ছাড়াই দু্ই বন্ধুপ্রতিম দেশের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা একে অন্যের দেশ ভ্রমণ করতে পারবে- এ সংক্রান্ত একটি চুক্তি সই করেন বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। ‘অ্যাগ্রিমেন্ট অন ভিসা-ফ্রি ভিজিট ফর পারসন্স হোল্ডিং ডিপ্লোম্যাটিক অ্যান্ড অফিসিয়াল (সার্ভিস) পাসপোর্টস’ শীর্ষক চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন পররাষ্ট্রমন্ত্রী সার্জে ভি লাভরভ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বৈঠকে দু্ই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়া ছাড়াও আগামী ২০১৭ সালের প্রথম দিকে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমাত্রি মেদভেদেভের বাংলাদেশ সফর নিয়ে কথা হয়। তাছাড়া সমুদ্র বিষয়ক সহযোগিতা ও আন্তঃদেশীয় সহযোগিতা ও প্রতিনিধি পাঠানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা করার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। এ বৈঠকে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকও উপস্থিত ছিলেন।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *