এ উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানী টোকিওর একটি হলে প্রথমবারের মতো সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত করতে মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মাকসুদুর রহমান জানান, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক কল্যাণে তথা বাংলাদেশের প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণের উদ্দেশ্যে গঠিত এই অলাভজনক সংগঠন। এছাড়া বিদেশে বসবাসরত আমাদের সন্তানদের বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও্ ঐতিহ্য ধারণ, লালন ও পরিচিতি করার জন্য দেশিয় অনুষ্ঠানমালার আয়োজন করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের লেভার কাউন্সিলর জাকির হোসেন, সংগঠনটির উপদেষ্টা জাকির হোসেন সহ প্রবাসী বাংলাদেশিরা।
আব্দুল্লাহ আল মামুন/২৬ নভেম্বর, ২০১৮/টোকিও, জাপান।