Breaking News

টেনিসের দুই মহারথী ফেদেরার-নাদাল জুটি!

রজার ফেদেরার আর রাফায়েল নাদাল জুটি বেঁধে কোর্ট দাপিয়ে বেড়াচ্ছেন! স্প্যানিশ নাদালের ফোরহ্যান্ড আর সুইস ফেদেরারের ব্যাকহ্যান্ডের সম্মিলনে কুপোকাত প্রতিপক্ষ খেলোয়াড়রা! দুজনে একইসঙ্গে উঁচু করে ধরছেন শিরোপা! নাহ কল্পনা নয়! বাস্তবেই জুটি বাঁধতে যাচ্ছেন টেনিসের এ যুগের দুই তারকা। এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় লেভার কাপের প্রথম আসরেই নাদাল-ফেদেরার জুটিকে দেখতে পাবে বিশ্ব। অস্ট্রেলিয়ান কিংবদন্তী টেনিস তারকা রড লেভারের স্মৃতিতে তাঁর নামেই চালু হচ্ছে লেভার কাপ। এবছর প্রতিযোগিতার প্রথম সংস্করণ বসছে চেক প্রজাতন্ত্রের প্রাগে। চলবে ২২-২৪ সেপ্টেম্বর। ইউরোপীয় একাদশ আর অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে হবে লড়াই। ইউরোপীয় একাদশের নেতৃত্ব দেবেন বিয়ন বর্গ, আর অবশিষ্ট বিশ্ব একাদশকে জন ম্যাকেনরো। নাদাল-ফেদেরার খেলবেন ইউরোপীয় একাদশের হয়ে।

গত জানুয়ারিতে এ বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদালকে হারিয়ে ১৮তম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন ‘ফেড এক্সপ্রেস’। তবে লেভার কাপে সঙ্গী হিসেবে ১৪টি গ্র্যান্ডস্লামজয়ী নাদাল পেয়ে উচ্ছ্বসিত ফেদেরার বলেছেন, ‘আমি সব সময় রাফার সঙ্গে খেলতে চাই। এতে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আরো জমজমাট হবে। আমার ফোরহ্যান্ড দুর্বল।’কিংবদন্তী রড লেভার ১৯৬৯ সালে সর্বশেষ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। অর্থাৎ একই বছরে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন শিরোপার স্বাদ পেয়েছিলেন। লেভার কাপ আয়োজিত হবে অলিম্পিকের বছর ছাড়া প্রতি বছর। থাকবে তিনটি সিঙ্গেলস এবং একটি ডাবলস ম্যাচ। প্রতি দলে থাকবেন ছয়জন খেলোয়াড়।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *