“গ্লোবাল খুলনা” ঢাকা কমিটির আয়োজনে ঢাকায় অবস্থানরত খুলনাবাসীদের নিয়ে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিডিয়াকর্মী,সাংবাদিক,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মিলনমেলায় উপস্তিত ছিলেন।
১ম ধাপে পরিচয়পর্ব এবং ২য় ধাপে সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।
উপস্থিত ছিলেন, গ্লোবাল খুলনার সম্মানিত সদস্য সচিব রফিকুল ইসলাম চৌধুরী হাসান, তারেক বাবু, শিক্ষক মোজাফফর হোসেন চৌধুরী। আলোচনাপর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চিত্রনায়ক শাহরিয়াজ, সংগীত শিল্পী রেশমী মির্জা, নৃত্য পরিচালক আমিরুল ইসলাম মনি,নাট্যজন মোনাব্বর আলী খোকন, এছাড়া আইনজীবী ও নানা শ্রেণী পেশার মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পেনসিলভানিয়া, ইউ এস এ কো অর্ডিনেটর শাহ মোঃ আমানত, জাপান কো অর্ডিনেটর গোলাম মাসুম জিকো ও ঢাকার অন্যতম কো অর্ডিনেটর আল মাসুম সবুজের সমন্বয়ে, খুলনা ভিশন, মুনলাইট ও ওমিও ড্রিংকস এর সহযোগীতায়
অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্ব পালন করেন, রাজন হাসান, সাইদুর রহমান বাপ্পি, ইমন সাই, জিমি, জুলিয়ান জিতু,ও অন্যান্য কর্মীবৃন্দ।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম

