Breaking News

শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল জাপান শাখার শোক প্রকাশ

ডেস্ক নিউজ : আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুলাই ২০২০ আনুমানিক ভোর সাড়ে চারটায় ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রানপ্রিয় সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত| জাপান সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে| প্রানপ্রিয় বাবু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে তিনদিনের শোক কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন জাপান সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়| জাপানের কর্মব্যস্ততা ও সময় সাপেক্ষে ছুটির দিনগুলোতে এই কর্মসূচি পরিচালনা করার উদ্দ্যেগ নেওয়া হয়েছে| কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করলে সেই কর্মসুচির সাথে সামঞ্জস্য রেখে কর্মসূচি পরিচালিত করা হবে বলে জানান। বাবু ভাইয়ের অকাল মৃত্যুতে শোক বিহ্বল সেচ্ছাসেবক দল সহ গোটা বিএনপি পরিবার। গতকাল টোকিওর হিগাশিজুজো, কামাতা, গামো মসজিদে বাবু ভাইয়ের জন্য দোয়া করা হয়, এসময় হিগাশিজুজো মসজিদে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের মোঃ মোস্তাফিজুর রহমান জনি, ওমর ফারুক রিপন প্রমুখ। এছাড়াও আগামী রোববার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন, সবাই দোয়া করবেন।
বার্তাঃ মোস্তাফিজুর রহমান


মঙ্গলবার জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল জাপান শাখার কিছু নেতা কর্মীদের তাৎক্ষনিকভাবে হিগাশি জুজু মসজিদে বিশেষ দোয়া করে- ছবি জনি

মঙ্গলবার জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল জাপান শাখার কিছু নেতা কর্মীদের তাৎক্ষনিকভাবে হিগাশি জুজু মসজিদে বিশেষ দোয়া করে- ছবি জনি

নিহন বাংলা ডট কম-কে এই বার্তাটি পাঠিয়েছেন এমডি মোস্তাফিজুর জনি ।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *