দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে দুর্নীতির দায়ে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। তিন মাস আগে পার্লামেন্টের ভোটাভুটিতে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছিল,শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত তা বহাল রাখে।
দক্ষিণ কোরিয়ায় সাবেক সেনাশাসক পার্ক চুং-হির মেয়ে পার্ক জিউন-হাই দক্ষিণ কোরিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপ্রধান, যাকে অভিশংসিত হতে হল।
বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, এই রায়ের ফলে প্রেসিডেন্ট পদ থেকে পুরোপুরি অপসারিত হলেন ৬৫ বছর বয়সী পার্ক।
সংবিধান অনুযায়ী, এখন ৬০ দিনের মধ্যে নতুন একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে হবে দক্ষিণ কোরীয় নাগরিকদের।