যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানা যায়। এ দাবানলের কারণে প্রায় দেড় হাজারের মতো স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানল থেকে বাঁচতে বিশ হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছে।
দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রন জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, “দাবানলের কারণে ব্যাপকভাবে স্থাপনা ধ্বংস হয়েছে এবং অসংখ্য বাড়িঘর চরম হুমকির মুখে। এজন্য বহু মানুষকে অন্যত্র সরিয়ে নেবার প্রয়োজন।”
তবে শুষ্ক আবহাওয়া এবং বাতাসের কারণে দাবানলের তীব্রতা এবং বিস্তৃতির মাত্রা ব্যাপক। যার জন্য দমকল কর্মীরা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। দাবানলের উৎস সম্পর্কে এখনো তথ্য জানা যায় নি। তবে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্ট অব্যাহত আছে।