Breaking News

পরলোকে ‘জেমস বন্ড’ তারকা স্যার রজার মুর

‘জেমস বন্ড’ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করে পরিচিতি পাওয়া স্যার রজার মুর আর নেই। সুইজ্যারল্যান্ডে সোমবার এ তারকার মৃত্যু হয়। মৃত্যুকালে এ কিংবদন্তি অভিনেতার বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবারের বরাত দিয়ে খবরটি জানায় বিবিসি।

তিনি বন্ড সিরিজের ৭টি ছবিতে অভিনয় করেন। যা একটি রেকর্ড। উল্লেখযোগ্য হলো ‘লাইভ অ্যান্ড লেট ডাই’ ও ‘দ্য স্পাই হু লাভড মি’।

রজারের পরিবারের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, এ তারকা ক্যান্সারে ভুগছিলেন। তাদের ভাষ্যে, ‘স্বল্পস্থায়ী কিন্তু ক্যান্সারের সঙ্গে সাহসী যুদ্ধ করেছেন তিনি’। আরো জানানো হয়, মোনাকোয় তার শেষকৃত্য সম্পন্ন হবে। এ অভিনেতা ১৯২৭ সালের ১৪ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। জেমস বন্ড ছাড়াও ‘দ্য সেইন্ট’ নামের টিভি সিরিজের অভিনয়ের জন্য তিনি বিখ্যাত।

সূত্র: ইন্টারনেট

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *