লর্ডসে জয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদের অতি নাটকীয় উদযাপনে ভ্রু কুঁচকে গিয়েছিল অ্যালেস্টার কুকের। এবার বিশাল জয়ের পরও সাদামাটা উদযাপনে ইংলিশরা যেন বার্তা দিতে চাইল, এক টেস্ট জিতেই ভেসে যাচ্ছে না তারা উচ্ছ্বাসে! লর্ডসে চারদিনে হেরে যাওয়া ইংল্যান্ড সিরিজে ফিরল দাপটে। চারদিনের হারটা ফিরিয়ে দিল চারদিনে জিতেই। ব্যবধান বরং অনেক বড়, পাকিস্তানের ৭৫ রানের জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ৩৩০ রানে! শেষ ইনিংসে পাকিস্তানের লক্ষ্য ছিল ৫৬৫। লক্ষ্য তো অসম্ভব ছিলই; লড়াই করে ইংল্যান্ডকে কিছু সময়ের অস্বস্তিও উপহার দিতে পারেনি পাকিস্তান। গুটিয়ে গেছে ২৩৪ রানেই। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৮৯/৮ (ইনিংস ঘোষণা)
পাকিস্তান ১ম ইনিংস: ১৯৮
ইংল্যান্ড ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ৯৮/১) ৩০ ওভারে ১৭৩/১ (কুক ৭৬*, হেলস ২৪, রুট ৭১*; আমির ১/৪৩, রাহাত ০/৫৪, ইয়াসির ০/৫৩, আজহার ০/২১)।
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৫৬৫) ৭০.৩ ওভারে ২৩৪ (হাফিজ ৪২, মাসুদ ১, আজহার ৮, ইউনুস ২৮, মিসবাহ ৩৫, শফিক ৩৯, সরফরাজ ৭, ইয়াসির ১০, ওয়াহাব ১৯, আমির ২৯, রাহাত ৮*; অ্যান্ডারসন ৩/৪১, ব্রড ০/৩৭, স্টোকস ০/২১, মঈন ৩/৮৮, ওকস ৩/৪১, রুট ১/০) ।
ফল: ইংল্যান্ড ৩৩০ রানে জয়ী
সিরিজ: চার ম্যাচ সিরিজের দুই টেস্ট শেষে ১-১
ম্যান অব দা ম্যাচ: জো রুট।