ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি হোটেলের ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। খবর বিবিসির। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, শুক্রবার ভোরে গোলাগুলির পর ওই হোটেলের ক্যাসিনোতে ৩৬টি লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে ওয়ার্ল্ড ম্যানিলা রিসোর্টে এক বন্দুকধারী টেলিভিশন মনিটর লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এরপর তিনি নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
আগুনের ধোঁয়ায় ক্যাসিনোতে উপস্থিত বেশিরভাগ লোক দমবন্ধ হয়ে মারা যায়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কেউ আহত হয়নি বলে জানায়। এটি তারা সন্ত্রাসবাদী নয়, ডাকাতির ঘটনা উল্লেখ করেন। তবে পরে ক্যাসিনো থেকে কমপক্ষে ৫০ জনকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।