স্পাের্টস ডেস্ক: ফ্রান্সে ইউরো-২০১৬ ফুটবল আসরে রাশিয়া-ইংল্যান্ড ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। মার্শেই শহরে কয়েকদফার ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত তিন দিন ধরে ফ্রান্সের ওই বন্দরনগরীতে ইংল্যান্ড, রাশিয়ার সমর্থক ও পুলিশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলে আসছিল। ইউরো ফুটবলের আজকের ম্যাচে ইংল্যান্ড-রাশিয়া ১-১ গোলে ড্র হওয়ার পর স্টেডিয়ামের ভেতর নতুন করে সংঘর্ষ শুরু হয়। রাশিয়ার সমর্থকরা ইংলিশ ভক্তদের দিকে তেড়ে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ফ্রান্সের পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ইংলিশ ভক্তরা চরম মার খেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশানরা আগুনের শিখা জাতীয় কিছু প্রতিপক্ষের দিকে ছুঁড়ে মারে। বিবিসির স্পোর্টস এডিটর ড্যান রোয়ান এক টুইটে লেখেন, ‘এটি উয়েফার জন্য বিরাট এক প্রশ্ন। এগুলো নিয়ে ভেতরে ঢুকল কীভাবে লোকজন?’