জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের শিবির পরিদর্শন করেছেন। গত রোববার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সীমান্তের কাছে এই শিবির পরিদর্শন করেন।
মিয়ানমারের সরকারি বাহিনী রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর চড়াও হবার পর বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে এসে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন।
সেদিনই মন্ত্রী রাজধানী ঢাকায় ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা প্রদানের উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তারো কোনো বলেন, রোহিঙ্গাদের শীঘ্রই নিজেদের গ্রামে ফিরে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আলোচনা অনুষ্ঠানে সহায়তা করবে জাপান।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই একত্রে কাজ করতে হবে। আর জাপান এ ব্যাপারে সচেতন এবং একই অঞ্চলের দেশ হিসেবে অতি দ্রুতই এই সমস্যার সমাধানের বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করবে জাপান।
২১ নভেম্বর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।
সূত্র: এনএইচকে