ঢাকা ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে রিপোর্ট আছে গত ১৫ মাসে বাংলাদেশে ৪০টির বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশে এ সন্ত্রাসী হামলা সারাবিশ্বে চলমান সন্ত্রাসবাদের অংশ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত পরিবেশ দিবসের অনুষ্ঠান শেষে এ সব কথা বলেন। বার্নিকাট বলেন, তাই যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বন্ধুরাষ্ট্ররা এ সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায়।
তিনি বলেন, পরিবেশের যেমন কোনো সীমানা নেই, কোথাও পরিবেশ আক্রান্ত হলে পৃথিবীর যে কেউ আক্রান্ত হতে পারে, তেমনি সন্ত্রাসবাদেরও কোনো সীমানা নেই। কোনো সুযোগ নেই যে বাংলাদেশের বর্তমান সন্ত্রাসবাদকে আলাদা করে দেখার। এটা বৈশ্বিক সন্ত্রাসবাদেরই অংশ।