মাত্র দুই দিন হয়েছিল এসি মিলান থেকে লিগ ওয়ানের বোর্ডেক্স ক্লাবে নাম লিখিয়েছেন জেরেমি মেনেজ। বুধবার লরিয়েন্টের বিপক্ষেই নতুন দলের হয়ে প্রথম ম্যাচ ছিল এই ফরাসি ফরোয়ার্ডের। কিন্তু সেই অভিষেকই তার জন্য দুঃস্বপ্নে পরিণত হবে তা কে জানত! প্রতিপক্ষের মিডফিল্ডার দিদিয়ের ডংয়ের বুটের স্পাইকের আঘাতে কানের বেশ খানিকটা অংশ হারিয়েছেন তিনি। ম্যাচের এক পর্যায়ে ২৯ বছর বয়স্ক মেনেজ মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে থাকা তার শরীরের কারণে দৌড়ে আসা ডং ভারসাম্য ধরে রাখতে পারেননি। যে কারণে মেনেজের ডান কানের উপর পা তুলে দেন তিনি। ফলে বুটের নিচে থাকা ধারাল স্পাইক ছিঁড়ে নেয় ডান কানের বেশ খানিকটা।
লরিয়েন্ট ক্লাবটি তাদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, চোটের ধরনের অনুযায়ী সাবেক এই প্যারিস সেইন্ট জার্মেইন ফরোয়ার্ডের জরুরী ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন। ডংও এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য মেনেজ ও বোর্ডেক্সের কাছে ক্ষমা চেয়েছেন।