ব্যাটসম্যানদের দাপটের পর বোলারদের আধিপত্যে অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে-বলে এগিয়ে ছিল ভারত। আগেরদিনই ফলোঅনে পড়ে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল উইন্ডিজ। ইনিংস পরাজয় এড়াতে দরকার হতো ৩০২ রান। কিন্তু ২৩১ রানেই দ্বিতীয়বার গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল তৈরির ক্ষেত্র প্রস্তুত করেছেন অশ্বিন। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা এই স্পিনার একাই ৭ উইকেট নিয়েছেন ৮৩ রান খরচায়।
আর উইন্ডিজের হয়ে বলার মত রানের দেখা পেয়েছেন কেবল চারজন। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৫১ রানের ইনিংসটি এসেছে কার্লোস ব্র্যাথওয়েটের ব্যাট থেকে। এছাড়া মারলন স্যামুয়েলস ৫০, দেবেন্দ্র বিশু ৪৫ ও রাজেন্দ্র চন্দ্রিকা ৩১ রান করেছেন। এর আগে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এবং রবিচন্দ্রন অশ্বিনের দারুণ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৬ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে উমেশ যাদব, মোহাম্মদ সামি ও অমিত মিশ্রর বোলিং তোপে পড়ে মাত্র ২৪৩ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের হয়ে প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ডাবল সেঞ্চুরি করা কোহলি ঠিক ২০০ রান করে আউট হন। কোহলির ৩৭৫ মিনিট ও ২৮৩ বলের ইনিংসটি ২৪টি চারে সাজানো ছিল। অন্যদিকে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করা অশ্বিন ২৫৩ বলে ১২টি চারের সাহায্যে ১১৩ রান করেন। এছাড়া ধাওয়ান ৮৪, মিশ্র ৫৩ ও ঋদ্ধিমান সাহা ৪০ রান করলে বড় সংগ্রহ পায় টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দেবেন্দ্র বিশু ও ক্রেইগ ব্র্যাথওয়েট ৩টি করে উইকেট নিয়েছেন। শ্যানন গ্যাব্রিয়েল নেন ২টি উইকেট। পরে ভারতের করা ৫৬৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে উমেশ যাদব, মোহাম্মদ সামি ও অমিত মিশ্রর বোলিং তোপে পড়ে প্রথম ইনিংসে ২৪৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট সর্বোচ্চ ৭৪ এবং আট নম্বরে নামা শেন ডরউইচ ৫৭ রান করেন। নয় নম্বরে নেমে অধিনায়ক হোল্ডার করেন ৩৬ রান।
ভারতের হয়ে সামি ও যাদব ৪টি করে উইকেট নেন। দুটি উইকেট নেন মিশ্র।