Breaking News

ভারতে ভোটের আগে সংঘর্ষ ছড়াবে: মার্কিন প্রতিবেদন

ভারতে লোকসভা নির্বাচনের আগে একাধিক রাজ্যে উগ্র ধর্মীয় আবেগ থেকে গোষ্ঠী সংঘর্ষ ছড়াতে পারে৷ এতে বড়সড় ভূমিকা নেবে হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ এমন তথ্য উঠে এসেছে মার্কিন গুপ্তচর বিভাগের প্রধান ড্যান কোটসের একটি প্রতিবেদনে৷ তার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভোটে জেতার জন্য বিজেপি যদি হিন্দু আবেগ কাজে লাগায় তা হলে ভারতে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষ ছড়াবে৷’

এই প্রতিবেদন প্রকাশের পর কিছুটা বিব্রত বিজেপি সরকার৷ এমনিতেই রাম মন্দির তৈরির ইস্যু নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি প্রবল হুঙ্কার দিতে শুরু করেছে৷

মার্কিন গুপ্তচর বাহিনীর প্রধান জানিয়েছেন, হিন্দুত্ববাদী নীতির কারণে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাম্প্রদায়িক বিভেদ উসকে উঠেছে। এতে দলটির নিচুতলার কর্মীরা উত্তেজিত৷ ফলে হিংসার ঘটনা আরও ছড়াবে৷

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে পর্যালোচনার আগে এফবিআই, সিআইএ এবং আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধানরা হাজির হয়েছিলেন মার্কিন কংগ্রেসের সেনেট সিলেক্ট কমিটিতে৷ সেখানেই বিস্তারিত পর্যালোচনায় ভারতে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবলভাবে দেখা দিয়েছে বলেই সবাই মেনে নেন৷

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *