মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে সংযুক্ত আরব আমিরাত।
গত রোববার আবু ধাবিতে এই বিষয়ে দুদেশের একটি চুক্তি সই হয়। চুক্তির ফলে মহাশূন্যে এবং প্রতিবেশী গ্রহ মঙ্গল অভিযানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে কাজ করবে আরব আমিরাত। নাসা জানায়, মহাকাশে অনুসন্ধানমূলক কর্মকাণ্ডেও এখন থেকে আরব আমিরাত পাশে থাকবে। এমনকি মঙ্গল গ্রহেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নাসা এবং ইউএই অনুসন্ধান চালাবে। ফলে লাল গ্রহটিকে নিয়ে পরবর্তী প্রকল্পগুলোতে কাজ করবে দু’দেশ।
আরব আমিরাতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ড. খলিফা আল রোমাইথি জানান, যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। কূটনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বন্ধুরাষ্ট্রটি সবসময় তাদের পাশে থেকেছে। মহাকাশ গবেষণা এবং অনুসন্ধানে দু’দেশের লক্ষ্যই এক। ফলে মহাকাশ গবেষণায় দুই দেশের একসাথে পথচলা মানব সভ্যতার উৎকর্ষতার ক্ষেত্রে সুফল বয়ে আনবে।