আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার ও গোলাবারুদের গুদামে আগুন লাগার ঘটনায় ১৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো ১৯ জন। প্রতিরক্ষা কর্মকর্তাদের সূত্রে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরত্বে পুলগাওঁয়ের কেন্দ্রীয় অস্ত্রভাণ্ডারে আগুনের সূত্রপাত হয় স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে। আগুন এখনো জ্বলছে।
ভারতীয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে, একটি জায়গা থেকে আগুন দ্রুত বিশাল অংশজুড়ে ছড়িয়ে পড়লেও অগ্নিনির্বাপক কর্মীরা এর অধিকাংশই নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু ছোট ছোট বিস্ফোরণ ও জ্বলতে থাকা আগুন নিয়েও উদ্বিগ্ন সেনাবাহিনী।
আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে একটি বিশেষ দল। অস্ত্রভাণ্ডার সংলগ্ন একটি গ্রামের প্রায় এক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পুলগাওঁয়ের কেন্দ্রীয় অস্ত্রভাণ্ডারটি গোটা ভারতের অন্যতম বিশাল অস্ত্রভাণ্ডার।