Breaking News
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas. Vestibulum tortor quam, feugiat vitae, ultricies eget, tempor sit amet, ante. Donec eu libero sit amet quam egestas semper. Aenean ultricies mi vitae est. Mauris placerat eleifend leo.

বিশ্বরেকর্ড গড়লেন কুক

স্পাের্টস ডেস্ক: ৩৬ রান করতে পারলেই শচীন টেন্ডুলকারকে টপকে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের বিশ্বরেকর্ড গড়তে পারবেন- এমন সহজ সমীকরণ নিয়ে মাঠে নেমে পরপর দুবার হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় অ্যালেস্টার কুককে। তবে তৃতীয় প্রচেষ্টায় আর ব্যর্থ হননি এই ইংলিশ অধিনায়ক। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ডারবান টেস্টের চতুর্থ দিন ব্যক্তিগত ৫ রানে পৌঁছার মধ্য দিয়ে শচীনকে টপকে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১০ হাজার টেস্ট রানের বিশ্বরেকর্ড গড়েন কুক। একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের ক্লাবে পা রাখেন তিনি।

সোমবার ডারবান টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই ইংলিশ ওপেনার কুক ও অ্যালেক্স হেলস। নুয়ান প্রদীপের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মিড-উইকেট দিয়ে দারুণ এক চার মেরে শচীনকে টপকে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের মাইলফলক গড়েন এই ইংলিশ অধিনায়ক। এর আগে চলমান টেস্টের প্রথম ইনিংসে ১৫ রান করে আউট হয়ে রেকর্ড হাতছাড়া করেন কুক। তারও আগে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ১৬ রানে আউট হয়ে অসাধারণ কীর্তিটির জন্য অপেক্ষা বাড়ান তিনি।

২০০৫ সালের মার্চে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১০ হাজার টেস্ট রান করার কীর্তি গড়েছিলেন শচীন। নিজের ৩২তম জন্মদিনের প্রায় এক মাস আগে এই মাইলফলক গড়েন আধুনিক ক্রিকেটের ব্রাডম্যান। অন্যদিকে ৩১ বছর ১৫৭ দিন বয়সে ১০ হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছে শচীনকে ছাড়িয়ে যান কুক। ১২৮ টেস্ট শেষে ৪৬.৪৯ গড়ে আপাতত কুকের রান ১০,০৪২। সব মিলিয়ে মাত্র ১২তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যান। টেস্টে ২৮টি সেঞ্চুরির পাশাপাশি ৪৭টি হাফ-সেঞ্চুরি করেন কুক।

২০০৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকেই নিজেকে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান হিসেবে গড়ে তোলেন কুক। ২০১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে ইংল্যান্ডকে মর্যাদার অ্যাশেজ সিরিজ জিতিয়ে আলোচনায় আসেন তিনি। সেবার অবিশ্বাস্য ১২৭.৬৬ গড়ে ৭৬৬ রান করে অস্ট্রেলিয়ার মাটি থেকে ইংল্যান্ডকে অ্যাশেজ জেতাতে নেতৃত্ব দেন কুক। অধিনায়ক হিসেবেও সমান সফল কুক। তার নেতৃত্বে ২০১৩ ও ২০১৫ সালে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ জয় করে ইংল্যান্ড। এছাড়া কুকের নেতৃত্বেই ২০১২ সালে ভারতকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে দেশে ফেরে ইংলিশ শিবির।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *