যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তার প্রতিবাদে আধাবেলা হরতালের কর্মসূচি দিয়েছে তার দল জামায়াতে ইসলামী। শনিবার রাত সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কর্মপরিষদ অর্থাৎ মজলিসে শূরার সদস্য মীর কাসেমকে ফাঁসিতে ঝোলানোর পর জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দুই দিনের কর্মসূচির ঘোষণা আসে, যার মধ্যে সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল রয়েছে।
আগে দলের শীর্ষনেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর পূর্ণ দিবস হরতাল ডাকতে দেখা গেছে দলটিকে।
জামায়াতের প্রধান অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের জন্য দেশব্যাপী রোববার দোয়া পালনের কর্মসূচি দিয়েছে জামায়াত। চার দশক আগে কাসেমের পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্বেই আল বদর বাহিনী চট্টগ্রামে সংগঠিত হয়েছিল। বন্দর নগরীতে ডালিম হোটেল নামে নির্যাতন কেন্দ্র পরিচালনা করতেন তিনি। ওই বাহিনী সে সময় যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাতে মীর কাসেম নিজেও অংশ নিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। অপরাধের মাত্রা বিবেচনায় কাসেম দণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় পেতে পারেন না বলে রায় দেয় সর্বোচ্চ আদালত।