মেক্সিকো সীমান্তে কাঁটাতারের দেয়াল তোলার নির্বাহী আদেশে সই করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম বিবিসির খবরে এমনটি বলা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের যেসব শহরে অবৈধ অভিবাসীর সংখ্যা বেশি সেসব শহরে অর্থ বরাদ্দ কাটছাঁট করার আদেশেও সই করেছেন ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মেক্সিকো সীমান্তে কাঁটাতারের দেয়াল তোলার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে এবং মেক্সিকোকেই এর শতভাগ ব্যয় বহন করতে হবে।’
‘দুর্গম প্রতিবন্ধক’ নামে প্রকল্পটির ব্যয় বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে কংগ্রেস এই প্রকল্পের ব্যয়ের অর্থ অনুমোদন করেছে। মেক্সিকো সীমান্তে প্রায় ২ হাজার মাইল লম্বা দেয়াল নির্মাণ ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বুধবার জাতীয় নিরাপত্তা বিষয়ে আয়োজিত অনুষ্ঠান ট্রাম্প যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তকে দেশের জন্য সংকট হিসেবে উল্লেখ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
নির্বাহী আদেশে ট্রাম্প আরো ১০ হাজার ইমিগ্রেশন কর্মকর্তা নিয়োগের অনুমোদন দেন। সীমান্তে নিরাপত্তা প্রচেষ্টা বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াশিংটন সূত্রে জানা গেছে বলে বিবিসির খবরে বলা হয়। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ অনুমোদন দেওয়ার পর ট্রাম্প বলেন, ‘সীমান্ত ছাড়া কোনো জাতি সঠিক নয়। আজ থেকে যুক্তরাষ্ট্র সীমান্তে আর নিয়ন্ত্রণ ফিরে পেল।’
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই মাসের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে আসছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই ভালো। সে দেশের প্রেসিডেন্ট আমার সঙ্গে সাক্ষাতের জন্য আসছেন এটা অবশ্যই ভালো।’