বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে বুঝিয়ে-শুনিয়ে ফিরিয়ে আনার লক্ষের কথা জানিয়েছেন তিনি। জেরার্দো মার্তিনোর উত্তরসূরি হিসেবে গত সোমবার বাউসার নাম ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
গত জুনের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০১৪ বিশ্বকাপসহ টানা তিন বছরে তিনটি ফাইনাল এবং সব মিলিয়ে দেশকে মোট চারটি প্রতিযোগিতার ফাইনালে তুলেও কোনো শিরোপা জিততে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
বারবার স্বপ্ন ভাঙার হতাশাতেই আচমকা জাতীয় দলে আর না খেলার ঘোষণা দেন মেসি। তবে দলের নেতাকে ফিরিয়ে আনতে আশাবাদী কোচ। আর্জেন্টিনার একটি দৈনিক পত্রিকাকে তিনি বলেন, “আশা করি, তার (মেসি) সঙ্গে আলাপ করলে তা তার জাতীয় দলে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে।” “মেসির কাছে আমি আমার (কৌশল) পরিকল্পনা ব্যাখ্যা করতে চাই। মাঠে তার পজিশন নিয়ে আমার তেমন চিন্তা “মেসিকে কোনা কিছু নিয়ে বোঝানোর দরকার নেই, পরিকল্পনা হলো ফুটবল নিয়ে (তার সঙ্গে) কথা বলা।”