ঢাকা ডেস্ক: লাখো মানুষের অশ্রুভেজা ভালোবাসা আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে বক্সিং কিংবদন্তী মুহাম্মদ আলীকে। শুক্রবার কেভ হিলের পারিবারিক করস্থানে তার দাপন সম্পন্ন করা হয়েছে। দাপনের আগে মোহাম্মদ আলীকে শেষ বিদায় জানাতে তার কফিনবাহী গাড়িবহর প্রদক্ষিণ করছে কেনটাকির লুইভিল শহর। এই শহরেই জন্মগ্রহণ করেন তিনি, বেড়ে উঠেছেন এখানেই। কিংবদন্তীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই লুইভিলের রাস্তার দুধারে ছিল ভক্তদের ভিড়।
মোহাম্মদ আলীর কফিন বহনকারী গাড়ি বহর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দুপাশ থেকে ভক্তরা আলী, আলী বলে ধ্বনি দিচ্ছিলেন। তাঁর শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত সব স্থানের পাশ দিয়ে শেষ বারের মতো নিয়ে যাওয়া হয় তাঁর লাশ। শহরের একপাশে বিরাট এক ময়দানে হবে সর্বধর্মীয় প্রার্থনা। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
প্রেসিডেন্ট ওবামা যেহেতু এই অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না, তাই ফেসবুকে দেয়া এক ভিডিওতে তিনি মোহাম্মদ আলীর প্রতি তার শেষ শ্রদ্ধা জানিয়েছেন।