বৃষ্টি বাধায় দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘটেছিল আগেভাগেই। তৃতীয় দিনে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে খেলা শুরুর কথা ছিল তাই। কিন্তু শুরু করা যায়নি। ক্রাইস্টচার্চে রোববার সকালে পুনরায় বেকে বসেছে আকাশ। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সারাদিনই। এর আগে দ্বিতীয় দিনের খেলা থামার পূর্বে ঝটপট তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু একপ্রান্তে আগলে আছেন ফিফটি তুলে নেওয়া হেনরি নিকোলস। রোববার কিউইদের দ্রুত গুটিয়ে দিয়ে ব্যাটে আস্থার প্রতিদান দেওয়ার সুযোগ টাইগারদের। তাতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে এখন পর্যন্ত ৭ উইকেটে ২৬০ রান তুলছে স্বাগতিকরা। সফরকারীদের থেকে এখনো ২৯ রানে পিছিয়ে আছে তারা।
রোববার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের হয়ে লড়াই এগিয়ে নিতে অপেক্ষায় আছেন দুই অপরাজিত হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রানে। সকালে ৩ উইকেট হাতে নিয়ে ২৬০ রানে দিন শুরু করবে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে টম ল্যাথাম ৬৮, রস টেইলর ৭৭, মিচেল স্যান্টনার ২৯ ও নিকোলসের অপরাজিত ফিফটিতে এই রান তুলেছে কিউরা।
বাংলাদেশের হয়ে ইনিংসের সেরা বোলার সাকিব আল হাসান। নিয়েছেন ৩ উইকেট। ২টি গেছে কামরুল ইসলাম রাব্বির দখলে। আর ১টি করে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের অধিনায়কত্বের অভিষেক ম্যাচে প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ৮৪.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৮৯ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ৮৬, সাকিব আল হাসান ৫৯ ও নুরুল হাসান সোহানের ৪৭ রানে এই সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।