আজ রোববার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে ১ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসেবে অনুযায়ী, প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীয় পরীক্ষার্থী ছিল ২৮ লাখ ৬ হাজার ২৭৯ জন। যেখানে অনুপস্থিত ছিল ১ লাখ ৬ হাজার ৪৭১ জন (৩.৭৯ শতাংশ)। ইবতেদায়ি শিক্ষা সমাপনীয় পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৬২১ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৩৮ হাজার ৯১২ জন (১৩.২১ শতাংশ)।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্দ খবর শোনেন নি। তিনি আরো বলেন, মুঠোফোনের মাথ্যমে পরীক্ষার কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে চলে যায়। এবার কোনো শিক্ষক মুঠোফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। ফলে এবার প্রশ্নপত্রের ছবি তা ফাঁস করার সুযোগ হবে না।
১৯ নভেম্বর, ২০১৭
ঢাকা।
সূত্র: প্রথম আলো।