রিও অলিম্পিকে টানা চারটি সোনা জয় করার পর অবশেষে হার মানলেন সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। বাংলাদেশ সময় শনিবার সকালে ১০০ মিটার বাটাইফ্লাইয়ে সিঙ্গাপুরের জোসেফ স্কুলিং আমেরিকান তারকা ফেলপসকে পেছনে ফেলে সোনা জয় করেন। রিও অলিম্পিকে সিঙ্গাপুরের এটিই প্রথম সোনা। এই ইভেন্টে ফেলপস রৌপ্য জয় করেন। তিনজনের সঙ্গে যৌথভাবে রূপা জেতেন মার্কিন সাঁতারু। অলিম্পিকে এটি জলের রাজার ২৭তম পদক। ১৮টি সোনা নিয়ে ব্রাজিলে আসার পর টানা চারটি সোনা জিতে সংখ্যাটিকে এরই মধ্যে ২২ এ উন্নীত করেছেন ফেলপস।
১০০ মিটার বাটাইফ্লাইয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে ৫০.৩৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন স্কুলিং। স্কুলিংয়ের চেয়ে দশমিক ৭৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জেতেন ফেলপস, দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লজ ও হাঙ্গেরির লাজলো চেহ।