Breaking News

১৯ জুন ১৪ দলের মানববন্ধন কর্মসূচি ঘোষণা

ঢাকা ডেস্ক: সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ১৯ জুন ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এ ঘোষণা দেন জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নাসিম বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, চলমান জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান ১৪ দল সমর্থন করে।

সম্প্রতি কুপিয়ে ও গুলি করে চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৫ জুন চট্টগ্রামে ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৫) হত্যা করা হয়। একই দিন নাটোরে খ্রিস্টান দোকানি সুনীল গোমেজকে (৬৫) হত্যা করে দুর্বৃত্তরা। গত ৭ জুন ঝিনাইদহে আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়। সর্বশেষ আজ পাবনায় পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) হত্যা করা হয়।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *