Breaking News
TOPSHOT - A woman walks past a destroyed building in the small Ukrainian town of Borodyanka, some 60 km from the Ukrainian capital of Kyiv on January 12, 2023, amid Russian invasion of Ukraine. (Photo by Sergei SUPINSKY / AFP)

টোকিওতে পুনর্গঠন সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর জাপান এবং ইউক্রেনের

জাপান ও ইউক্রেনের মন্ত্রীরা ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেছেন।জাপানের পুনর্গঠন মন্ত্রী ওয়াতানাবে হিরোমিচি এবং ইউক্রেনের অবকাঠামো উন্নয়ন মন্ত্রী ওলেকসান্ডর কুবরাকোভ সোমবার টোকিওতে এই নথি স্বাক্ষর করেন।কুবরাকোভ একই সাথে উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই নথির আওতায়, জাপান ২০১১ সালের ভূমিকম্প এবং সুনামির ফলে অর্জিত জ্ঞান ইউক্রেনের টেকসই পুনর্গঠনের জন্য পরস্পর ভাগাভাগি করে নেবে।এই নথিতে আরও বলা হয় যে, দেশ দুটি প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতা সম্প্রসারিত করে নেবে।বিশেষ করে, একটি পুনর্গঠন পরিকল্পনা প্রণয়নে তথ্য ভাগাভাগি করে নেয়ার জন্য জাপান এবং ইউক্রেন যৌথভাবে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করাসহ উন্নয়ন নিশ্চিতকরণে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে নেবে।কুবরাকোভ বলেন, যুদ্ধ অনির্দিষ্ট কাল ধরে চলবে না এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অবকাঠামো, বাড়ি-ঘর এবং অর্থনীতির পুনর্গঠন ও পুনরুজ্জীবনের প্রয়োজন রয়েছে।তিনি জাপানের পুনর্গঠন বিষয়ক জ্ঞানকে অনন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন।

সূত্র: japantimes

ছবি সূত্র: japantimes

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *