Breaking News

একটি শোক সংবাদঃ শ্রী বিভূতি রঞ্জন পোদ্দার (৯৭) পরলোক গমন করেছেন।

জাপানে প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান এর অন্যতম সদস্য বিমান পোদ্দারের পিতা এবং বর্তমানে উত্তরণের লিডার ববিতা পোদ্দারের শশুর বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিভূতি রঞ্জন পোদ্দার (৯৭) পরলোক গমন করেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত ৮:২০ মি: বার্ধক্যজনিত কারনে তিনি এহকালের মায়া ত্যাগ করেন। মৃতকালে তিনি ছয় ছেলে এক মেয়ে সহ বহু শুভাখাংকী রেখে গেছেন। বিভূতি রঞ্জন পোদ্দার নাটোর জেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন। জেলা পর্যায়ে সর্বোচ্চ মুল্য সংযোজন কর পরিশোধকারী হিসাবে ২০১৩-২০১৪ অর্থ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ২০১৪-২০১৫ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক দু’বার পদকপ্রাপ্ত হন এবং ২০১০ সালে সেরা কর দাতা (দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হিসাবে-নাটোর জেলা) হিসাবেও তিনি পদকপ্রাপ্ত হন। বিভূতি রঞ্জন পোদ্দার সাংস্কৃতিকমনা ও সমাজসেবী হিসাবে পরিচিত ছিলেন নাটোরে।  নাটোর জেলায় গবাদি পশু পালনে উন্নত বিজ্ঞান সম্মত পদ্ধতির ব্যবহার এবং খামারীদের বিভিন্ন ভাবে সহযোগিতার জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। নাটোর জেলায় গবাদি পশু পালনে বিভিন্ন সময় খামারিদের জন্য সরকারী অনুদান সংগ্রহে তিনি বিশেষ ভুমিকা রাখতেন বলে আরও জানা গিয়েছে। জাপান-বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ক্লাবের সভাপতি শ্রী প্রবীর বিকাশ সরকার সাধারন সম্পাদক পি আর প্লাসিড সহ অন্যান্য সদস্য এবং উপদেষ্টারা।  নিহন বাংলা ডট কমের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। বিমান পোদ্দার এবং ববিতা পোদ্দারকে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসীরা তাদের পরিবারের প্রতি ইতিমধ্যে সমবেদনা জানিয়েছেন বলে জানা গিয়েছে।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *