Breaking News

ভারত প্রথম শাটল যানের সফল পরীক্ষা চালাল

আন্তর্জাতিক ডেস্ক: স্বল্পব্যয়ে নির্মিত শাটল যানের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। সোমবার সকাল ৭টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে শাটলযানটিকে উৎক্ষেপণ করা হয়। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশযানটি পৃথিবীর ৭০ কিলোমিটার উপরে পৌঁছে সফলভাবে আবার বঙ্গোপসাগরে নেমে আসে। এই পরীক্ষার মাধ্যমে প্রথমবার মহাকাশ থেকে ফিরিয়ে আনার মতো যান তৈরি করতে সফল হল ভারত। মেইড ইন ইন্ডিয়া খ্যাত মহাকাশযানটির নাম রাখা হয়েছে রিইউজেবল লঞ্চ ভেহিকল বা আরএলভি (Reusable Launch Vehicle)। ৬.৫ মিটার লম্বা এবং ১.৭৫ টন ওজনের এই মহাকাশযানটি তৈরি করতে ইসরো’র খরচ হয়েছে মাত্র ২০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৯৫ কোটি রুপি। ইসরো’র নির্মিত মহাকাশযানটি উইং স্পেস শাটল অর্থাৎ দেখতে অনেকটা বিমানের মতো।

উৎক্ষেপণের পর মহাকাশ ঘুরে এটি শ্রীহরিকোটা থেকে ৫০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবতরণ করে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (Indian Space Research Organisation [ISRO]) মহাকাশযানটিকে এমনভাবে তৈরি করেছে যাতে এটি পৃথিবীতে ফিরতে পারে এবং পুনরায় অভিযানে যেতে পারে। সাধারণত মহাকাশে উপগ্রহ বা মানুষ পাঠাতে বিশ্বের অন্যান্য মহাকাশ সংস্থাকে নতুন করে মহাকাশযান তৈরি করতে হয়। এটি যেমন ব্যয়বহুল, তেমনই সময়ের ব্যাপার। আর একারণেই মহাকাশ থেকে স্পেস শাটলের ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল সংস্থাটি। এই পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হতে চেয়েছিলেন ভারতের গবেষকেরা। অবশ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, বেশ কিছু বিষয়ে নিশ্চিত হতে স্পেস শাটলটিকে আরও কয়েকবার পরীক্ষমূলক উৎক্ষেপণ করা হবে। ইসরো জানিয়েছে, এরপর দেখা হবে শাটলযানটি মহাকাশে উপগ্রহ স্থাপন শেষে ফিরে আসতে পারে কি না। পরিকল্পনা মাফিক এটিকে প্রথমবারের মত শ্রীহরিকোটাতেই অবতরণ করানো হবে। এছাড়াও চুড়ান্ত পরীক্ষায় এতে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *