Breaking News

ভারত উপমহাদেশ থেকে প্রথম বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার অডিও অ্যালবাম

স্বাধীন বাংলাদেশের অন্যতম কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বর্ষে ভারত উপমহাদেশ থেকে প্রথম বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার অডিও অ্যালবাম জাগ্রত জাতির পিতা- বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তীর কণ্ঠে প্রকাশিত হলো।প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বাংলা কবিতা আবৃত্তির জগতে অত্যন্ত সুপরিচিত এই বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তী দীর্ঘদিন ধরে দুই বাংলাতেই আবৃত্তি নিয়ে কাজ করে চলেছেন।ইতিমধ্যেই তার কাজ বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে। আবৃত্তি নিয়ে শিল্পীর বহু গবেষণা ধর্মী প্রযোজনা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উচ্ছ প্রসংশিত হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে দুই বাংলার বিভিন্ন কবিদের লেখা মোট ১২টি কবিতা আবৃত্তি করেছেন শুভদীপ।
আবহ নির্মাণ করেছেন অলকেশ দে।এলবামটি প্রকাশ করেছে কলকাতার মিউসিক ২০০০ কোম্পানি।
শুভদীপ মনে করেন যে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, গোটা পৃথিবীর বাঙালিদের কাছে গর্বের বিষয়, তাই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে একজন বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর প্রতি তার এই শ্রদ্ধাজ্ঞাপন।
সারা বছর শুভদীপ চক্রবর্তী-র পরিচালনায় তার সংস্থা শ্রুতিবৃত্ত-র তরফ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে সারা বছর ধরে নানা রকমের অনুষ্ঠান করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

About admin

Check Also

দ্বৈত পাসপোর্টধারী ১৩ হাজার ৯৩১ নাগরিকের তালিকা হাইকোর্টে

দেশে দ্বৈত পাসপোর্টধারীর মোট ১৩ হাজার ৯৩১ জন নাগরিকের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। পুলিশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *