Breaking News

জাপানের সাইতামাতে ডাকাতিতে সন্দেহভাজন দুই বাংলাদেশি নাগরিক আটক

সাইতামার একটি লসন (Lawson) দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ডাকাতির সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে জাপান পুলিশ। খবর : টিভি আসাহি। বুধবার ভোর চারটার দিকে মোরিয়ামা শহরে লসনের ভিতরে  একজন পুরুষ কর্মীকে ছুরি দেখিয়ে ,সন্দেহভাজন সেই যুবক দোকান কর্মীর নিকট টাকা চায় এবং কর্মী দ্বারা দুই হাতেই আহত হয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে বলে জানায় পুলিশ । সেসময় সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পালিয়ে যাওয়া সন্দেহভাজনের গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে ,তাবরিজ চৌধুরী (২১) এবং দ্বিতীয় সন্দেহভাজন (২৪) বছর বয়সী অপর আরো এক যুবককে আটক করে পুলিশ। সন্দেহভাজনরা অভিযোগ স্বীকার করেছে কিনা তা পুলিশ জানায়নি। অপরাধে সন্দেহভাজনদের কী ভূমিকা ছিল তা পরিষ্কার নয়। এই ঘটনার পরে, জনসাধারণকে সতর্ক করে পুলিশ বলেছিল যে ছুরিযুক্ত অপরাধি ১৮০ সেন্টিমিটার লম্বা ছিল এবং অপরাধের সময় মাথায় হুড দেওয়া ধরণের কালো জামা পরিহিত ছিল। পুলিশ আরও জানিয়েছে, অপরাধী আধো জাপানি ভাষায় কথা বলছিল।  এই সপ্তাহের গোড়ার দিকের সময়ে ঘটে যাওয়া একই ধরণের আরও দুটি ঘটনার পিছনে সন্দেহভাজনদের হাত ছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

ছবি এবং সুত্রঃ আসাহি টিভি / এএনএন নিউজ

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *