আজ ১২ অক্টোবর আদালতে হাজিরা না দেওয়ায় পৃথক দু’টি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননা করার মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ঢাকার তেজগাঁও থানায় তাঁর নামে মামলা দায়ের করা হয়েছিলো।
এছাড়া জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার বকশী বাজারস্থ অস্থায়ী আদালত। আগামী ১৯ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলার আরো দু’জন আসামী সালিমুল হক ও কাজী শরফুদ্দিন আহমেদের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বর্তমানে বিএনপি চেয়ারপার্সন লন্ডনে আছেন।