নিজেদের ত্রুটির কথা স্বীকার করে অবশেষে ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান তৈরির কাজ বন্ধ ঘোষণা করেছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং। ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুটি দুর্ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল প্রতিষ্ঠানটি।
বোয়িং জানিয়েছে, তাদের ‘অ্যান্টি-স্টল সিস্টেম’এ ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এই মডেলের বিমান বিশ্বজুড়ে বোয়িং বেশি বিক্রি করে। তাদের হাতে ৭৩৭ ম্যাক্সের শতাধিক নতুন অর্ডার ছিল।
গত ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইনসের এই মডেলের উড়োজাহাজটি আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের মাত্র আট মিনিটের মাথায় বিধ্বস্ত হয় এবং ১৫৭ আরোহীর সবাই মারা যান।
তারমাত্র পাঁচ মাস আগে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একই মডেলের আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৮৯ জন আরোহী নিহত হন।
বোয়িংয়ের সিইও ডেনিস মুইলেনবার্গ এক বিবৃতিতে বলেন, ‘আমরা জানি সাম্প্রতিক দুটি দুর্ঘটনা একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত। ঝুঁকি কমানোর জন্য আমাদের দায়বদ্ধতা আছে। আমরা জানি সেটা কীভাবে করতে হয়।’
সব ধরনের যান্ত্রিক ত্রুটি ঠিক করে ভবিষ্যতে এই মডেলের বিমান বিক্রি করা হবে বলেও জানান তিনি।