ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলের কাছে একটি রাবারের ভেলা ডুবে অন্তত ৭৪ শরণার্থীর মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা।
এ ব্যাপারে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইঞ্জিনচালিত ওই ভেলাটি বুধবার (১১ নভেম্বর) লিবিয়ার খোমস শহর থেকে রওনা হয়েছিল। ১২০ জনেরও বেশি আরোহী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভেলাটি উল্টে যায়।
পরে, স্থানীয় জেলে এবং লিবিয়ার কোস্টগার্ড ৪৭ জনকে জীবিত এবং শিশুসহ ৩১ মরদেহ উদ্ধার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
এদিকে, উত্তর আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার এ বিপজ্জনক পথে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে। ১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এরকম অন্তত ৮টি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
আইওএম জানাচ্ছে, ২০২০ সালে কেবল ভূমধ্যসাগরেই ইউরোপে ঢোকার চেষ্টাকালে অন্তত ৯০০ মানুষের সলিল সমাধি হয়েছে। সমুদ্রের বিপজ্জনক এ পথ পাড়ি দিতে চেষ্টা করা আরও ১১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
এর আগে, চলতি বছরের অক্টোবরে সেনেগালের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছিল।